
এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক অংশ নেওয়া দলগুলোর সম্ভাবনা ব্যাখ্যা করে যাচ্ছেন। বাংলাদেশ দল নিয়ে বরাবরই কিছুটা নেতিবাচক প্রত্যাশার কথা শুনিয়েছেন অনেকে। তবে কিছুটা ভিন্ন সুরে কথা বললেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। তার মতে এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ।
পাকিস্তানি এক গণমাধ্যমে আলোচনাকালে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে শোয়েব বলেন, ‘ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। তারা মাঝেমধ্যে ভালো খেলে। কিন্তু দীর্ঘ সময় ভালো ব্যাটিং করতে হবে। অর্থাৎ ২০ বা ২৫ রানের ইনিংস খেলে আউট হওয়া যাবে না। সেগুলোকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে।’
বাংলাদেশের সেরা চারে খেলার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘বড় ইনিংস খেলতে পারলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। এমনটা করতে পারলে আমার মতে তারা সুপার ফোরে উঠতে পারবে।’
বাংলাদেশ দল নিয়ে এই পাকিস্তানি তারকা বলেন, ‘একটি ভালো একাদশ তৈরির সব সামর্থ্যই আছে বাংলাদেশের। ভালো একটা একাদশের জন্য পাঁচ-ছয় ব্যাটার, বড়জোর দুই অলরাউন্ডার, স্পিনার এবং পেসার লাগবে। বাংলাদেশের সবকিছুই আছে। সাইফউদ্দিন অনেক ভালো অলরাউন্ডার। লোয়ার অর্ডারে তার ব্যাটিং অনেক কার্যকরী। লেগ স্পিনার রিশাদ ব্যাটিংটাও দারুণ করতে পারে।’
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের মতো নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে আফগানরা। তবে নেট রান রেটে টাইগারদের তুলনায় অনেকটা এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে তারা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস
