
বোলিংয়ে আগ্রাসী মনোভাবের কারণে সবার চোখে পড়েন তানজিম হাসান সাকিব। ২০২৩ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেক হয় এই পেসারের। অভিষেক ম্যাচেই তার আগ্রাসী বোলিংয়ে ভারতের বিপক্ষে ৭.৫ ওভারে ৩২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট।
বোলিংয়ে এখনও ধরে রেখেছেন তার আগ্রাসী মনোভাব। গতকাল (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে হংকংয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়া কাপে খেলতে নামেন এই টাইগার পেসার। পেস, সুইং, বাউন্স আর সঠিক লাইন-লেংথে প্রতিপক্ষ ব্যাটারদের কোনঠাসা করে রাখেন এই তরুণ পেসার।
তানজিম হাসান সাকিব ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বল ডেলিভারি দিতেই ধারাভাষ্যকার উত্তেজনায় বলে ওঠেন আরবি শব্দ “জাব্বার”- যা সাধারণত অসাধারণ ডেলিভারির প্রশংসা করতে ব্যবহার করা হয়।
ম্যাচটিতে তানজিম হাসান সাকিব চার ওভারে একটি মেডেন ওভারসহ ১৫টি ডট বল দিয়ে ২১ রান খরচে তুলে নেন ২ উইকেট। পঞ্চম ওভারে বাবর হায়াতকে বোল্ড করে আগ্রাসী ভঙ্গিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ডানহাতি পেসার।
তার এই পারফরম্যান্স মুগ্ধতা ছড়াচ্ছে ক্রিকেট বিশ্বে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উইকেট উদযাপনের ভিডিও পোস্ট করে তাকে অপ্রতিরোধ্য বলে আখ্যা দিয়েছে। ক্যাপশনে লিখেছে- তানজিম হাসান আজ দুর্দান্ত ছন্দে ছিলেন, একেবারেই কিছু ছাড় দেননি।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এনজি
