
ফুটবলে রোনালদোর প্রাপ্তির যেন শেষ নেই। একের পর এক রেকর্ড দিয়ে বারবার সাজিয়েছেন তার ফুটবল ক্যারিয়ারকে। গোল, শিরোপা, ব্যালন ডি’অর- সব জায়গায়ই যেন তার বিচরণ। এবার তার নামের পাশে যুক্ত হলো সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি। পর্তুগালের লিগা ফুটবল রোনালদোকে ঘোষণা করেছে ‘সর্বকালের সেরা ফুটবলার’।
৪০ বছর বয়স সময়টি যেন তার কাছে শুধু একটা সংখ্যা। এই বয়সেও মাতিয়ে রেখেছেন জাতীয় দলকে, ভালো পারফরম্যান্সে দুর্দান্ত জয় এনে দিচ্ছেন দলের জন্য। পর্তুগালের ফুটবল লিগা বুধবার ক্রিস্টিয়ানো রোনালদোকে দিল ‘বেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা পুরস্কার।
পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে নিয়ে লিগা পর্তুগাল লিখেছে, কোটি ভক্তের অনুপ্রেরণা, এক যুগের সংজ্ঞা তিনি। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য আর মাঠের বাইরে প্রভাব- সব মিলিয়ে রোনালদো এমন এক উত্তরাধিকার গড়েছেন যা তাকে সর্বকালের সেরার আসনে বসিয়েছে।
বিশ্বসেরা এই পর্তুগিজ তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি। ভিডিও বার্তায় লিগা ফুটবলকে জানান কৃতজ্ঞতা।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমার জন্য এটা বিশাল সম্মান। দেশের হয়ে এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই বিশেষ অনুভূতি। সতীর্থ, কোচ আর যারা আমাকে এ পর্যায়ে আসতে সাহায্য করেছেন- সবাইকে ধন্যবাদ জানাই।
গোল, ব্যালন ডি’অর, শিরোপা- সব তার ফুটবল ক্যারিয়ারকে সমৃদ্ধ করলেও বিশ্বকাপ জয়ের আশা যেন তার ৪০ বছর বয়সে এমন অদম্য উচ্ছ্বাস নিয়ে ছুটে চলতে উৎসাহ জোগায়। রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই। তার সাফল্যে বিশ্বকাপ ছাড়া সবই যেন শোভা পাচ্ছে। ২০২৬ সালের বিশ্বকাপে এই তারকার স্বপ্ন পূরণ হবে কিনা, সেটাই দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এনজি
