Connect with us
ক্রিকেট

সাকিব-তাসকিনদের পেছনে ফেলে রিশাদের নতুন মাইলফলক

Rishad Hossain and Taskin Ahmed
তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিশাদ হোসেন। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে এই ফিফটি করেছেন তিনি। গতকাল এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন রিশাদ।

এদিন মাইলফলক স্পর্শের রাতে নতুন আরেক কীর্তিও গড়েছেন এই লেগ স্পিনার। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। যেখানে রিশাদ পেছনে ফেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকে।

দ্রুততম সময়ে উইকেটের ফিফটি তোলার পথে সাকিবকে পেছনে ফেললেও মুস্তাফিজুর রহমানকে টপকাতে পারেননি রিশাদ। ৫০ উইকেট শিকার করতে তিনি সময় নিয়েছেন ৪১ ইনিংস। আর এই মাইলফলক স্পর্শ করতে ৪২ ইনিংস লেগেছিল সাকিবের। অন্যদিকে সবার ওপরে থাকা মুস্তাফিজ মাত্র ৩৩ ইনিংসে তুলেছেন ৫০ উইকেট।



এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি তুলে নিতে শরিফুল ইসলামের প্রয়োজন হয়েছে ৪৪ ম্যাচ, তাসকিন আহমেদের ৫৪ ম্যাচ ও শেখ মাহেদীর ৫৬ ম্যাচ।

হংকংয়ের বিপক্ষে ম্যাচে প্রথম তিন ওভারে উইকেটশূন্য ছিলেন রিশাদ। তবে শেষ ওভারে বাজিমাত করেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে ৯ রান দিলেও শেষ দুই বলে সাজঘরে ফেরান নিজাকাত খান ও কিঞ্চিৎ শাহকে। সবমিলিয়ে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

গতকাল ম্যাচ শেষে অধিনায়ক লিটন কুমার দাসের প্রশংসাও পেয়েছেন রিশাদ হোসেন। বোলিং ইউনিটের পাশাপাশি রিশাদকে নিয়ে লিটন বলেছেন, ‘গত কয়েক বছরে পেস বোলিং অনেক উন্নতি করেছে। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম। সেখানে রিশাদকে পেয়েছি। সে দারুণ করেছে।’ 

উল্লেখ্য, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করে প্রতিপক্ষ হংকং। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট