Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ হতে দিতে বললেন আদালত

India vs Pakistan in Asia Cup
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। তবে বৈশ্বিক কিংবা আঞ্চলিক ইভেন্ট ছাড়া সচরাচর মুখোমুখি হতে দেখা যায় না এই দুই প্রতিদ্বন্দ্বীকে। এবার এশিয়া কাপে ফের দেখা যাবে দুইদলের সেই মহারণ। অবশ্য তার আগেই এই ম্যাচ বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করা হয়েছিল।

আগামী ১৩ সেপ্টেম্বর (রোববার) এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল উর্বশী জৈনের নেতৃত্বে দেশটির ৪ আইনের শিক্ষার্থী। তবে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি মহেশ্বর হতে দিতে বলেছেন এই ম্যাচ।

গতকাল বৃহস্পতিবার এক রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বর বলেন, ‘কী দরকার আছে বাতিল করার! এটা কেবল একটা ম্যাচ। হতে দিন। ম্যাচটি রোববার মাঠে গড়াবে। এটা নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন খেলা। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।’



ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করার আবেদনের পেছনে রয়েছে মূলত পেহেলগামে সন্ত্রাসী হামলার সেই ঘটনা। এই আবেদনে আইনজীবীরা দাবি করেন, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার অর্থ হলো নিজ দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। তবে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছেন।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান উভয় দল। যেখানে তাদের সঙ্গে আছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে পরাজিত করেছে ভারত। আর আজ রাতে ওমানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আগামী রোববার মুখোমুখি ম্যাচে অনেকটাই নির্ধারণ হবে কে এগিয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট