Connect with us
ক্রিকেট

ব্যাট হাতে দলকে জিতিয়ে স্বস্তির কথা শোনালেন লিটন

Litton Das won man of the match award
হংকংয়ের বিপক্ষে ফিফটি করে ম্যাচসেরা হলেন লিটন দাস। ছবি- সংগৃহীত

আবুধাবিতে দারুন ভাবে এশিয়া কাপের আসর শুরু করল বাংলাদেশ দল। হংকংয়ে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এদিন ব্যাট হাতে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কাপ্তান লিটন দাস। ম্যাচ শেষে তিনি শোনালেন স্বস্তির কথা।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করে প্রতিপক্ষ হংকং। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচ জিতে শুরু করাটা অনেক জরুরি। গত কয়েক সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে যখন এশিয়া কাপে খেলবেন, তখন একটা চাপ থাকবে। আমরা আজ ভালো ক্রিকেট খেলেছি।’



এদিন লেগ স্পিনার রিশাদ হোসেন বল হাতে দারুন করেছেন। তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২ উইকেট। ম্যাচ শেষে বোলিং ইউনিটের প্রশংসার পাশাপাশি রিশাদকে নিয়েও কথা বলেন লিটন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে পেস বোলিং অনেক উন্নতি করেছে। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম। সেখানে রিশাদকে পেয়েছি। সে দারুণ করেছে।’

বাংলাদেশকে কিছুটা লড়াকু টার্গেট দেয়া হংকংয়ের ব্যাটিং নিয়ে লিটন ইতিবাচক কথা বলেছেন। তিনি বলেন, ‘অবশ্যই তারা (হংকং) অনেক ভালো ব্যাট করেছে। আসলে এখানে মাঠ অনেক বড়। ফলে সবসময় বড় শট খেলা যায়নি। এখানে রানের জন্য ১-২ রানের উপরও নির্ভর করতে হয়েছে।’

লিটন গেল চার টি-টোয়েন্টিতে তিন ফিফটির দেখা পেয়েছেন। ছন্দ ধরে রেখে পরের ম্যাচেও মাঠে নামতে চান টাইগার অধিনায়ক। এশিয়া কাপে একই মাঠে আগামী ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট