Connect with us
ক্রিকেট

লিটন-হৃদয়ের জুটিতে হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Bangladesh start Asia Cup with Liton-Hridoy partnership win over Hong Kong.
হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বড় জয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। তানজিম-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর লিটন-হৃদয়দের দুর্দান্ত জুটিতে হংকংকের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে হংকং। জবাবে খেলতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন রানতাড়ায় নেমে ঝোড়ো শুরুর আভাস দেন পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি এই মারকুটে ওপেনার। দলীয় ২৪ রানের মাথায় ফিরে যান তিনি। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন এই ব্যাটার।



এরপর ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এ পর্যায়ে হংকংয়ের শিকার আরেক ওপেনার তানজিদ তামিম। মাঠে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮ বল খেলে মাত্র ১৪ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

পাওয়ারপ্লেতে দুই ওপেনারকে হারানোর পর ম্যাচের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। তবে জয়ের জন্য যখন প্রয়োজন মাত্র ২ রান, তখন আউট হয়ে যান লিটন। এরপর জাকের আলীকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হৃদয়।

লিটনে ৩৯ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান টাইগার অধিনায়ক। এ ছাড়া হৃদয় ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। হংকংয়ের পক্ষে আতীক ইকবাল ২টি এবং আয়ুশ শুকলা একটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ৩০ রান আসে অধিনায়ক জিসান আলীর ব্যাট থেকে। এ ছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তজা ১৯ বলে ২৮ এবং বাবর হায়াত ১২ বলে ১৪ রান করেন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তানজিম সাকিব। এ ছাড়া তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও ২টি করে উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর : 

হংকং : ১৪৩/৭ (২০ ওভার)

বাংলাদেশ : ১৪৪/৩ (১৭.৪ ওভার)

ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট