
চলতি এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) হংকংয়ের মুখোমুখি হয়েছে। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লড়াকু পুঁজি পেয়েছে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে দলটি।
এদিন টস জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ৭ রানে মাথায় তাসকিনে বলে অংশুমান রাথকে উইকেটের পেছনে তালুবন্দী করেন লিটন। ৪ রানে ফেরেন এই ব্যাটার।
এরপর বাবর হায়াত ও জিসান আলী মিলে শুরুর ধাক্কা সামাল দেওইয়ার চেষ্টা করেন। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩০ রানের মাথায় বাবরকে ফেরান তিনি। ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর।
এরপর দুটি বড় বড় জুটি গড়ে এগোয় হংকং। তৃতীয় উইকেট জুটিতে ৪১ বলে ৪১ রান যোগ করে জিসান ও নিজাকাত। দলীয় ৭১ রানে জিসানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিম সাকিব। ৩৪ বলে ৩০ রান করে ফেরেন এই ওপেনার। এরপর ইয়াসিম মুর্তজার সঙ্গে ৩৪ বলে ৪৬ রানের জুটি গড়েন নিজাকাত।
দলীয় ১১৭ রানের মাথায় রানআউটের শিকার হয়ে ফেরেন মুর্তজা। ১৯ বলে ২৮ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরেন হংকং অধিনায়ক। পরবর্তীতে ১৩৪ রানের মাথায় রিশাদ হোসেনের শিকার হয়ে ফিরে যান নিজাকাত। ২০ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৪৩ রানে হংকং ইনিংসের সমাপ্তি ঘটে।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তানজিম সাকিব। এ ছাড়া তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও ২টি করে উইকেট তুলে নেন।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি
