
লিটন দাসের নেতৃত্বে বেশ সাজানো-গোছানো এক দল নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। তরুণ ও সিনিয়রদের মিশেলে গড়া এই দল নিয়ে ভালো করতে প্রত্যাশী টাইগাররা। সাম্প্রতিক সময়ে এই দল নিয়েই টি-টোয়েন্টিতে বেশকিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার এশিয়া কাপেও ভালো কিছু উপহার দিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারের আসরে গ্রুপ বি-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপকেই বলা হচ্ছে গ্রুপ অব ডেথ। কেননা এখানে প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দল। সুপার ফোরে যেতে দুটো দলের বিপক্ষেই বড় লড়াই করতে হবে টাইগারদের। বাকি এক প্রতিপক্ষ হংকং। তাদের বিপক্ষেও অঘটনের রেকর্ড রয়েছে টাইগারদের। তাই এই টুর্নামেন্টে ভালো করতে হলে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করতে হবে লাল-সবুজদের।
তবে বাংলাদেশের ব্যাটিংয়ের চেয়ে বোলিংকে বেশি শক্তিশালী মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তার মতে, বোলিংয়ে বেশ ধারাবাহিক তাসকিন-মুস্তাফিজরা। তবে ব্যাটিংয়ে শুধু দুই-তিন জনের ওপরই টাইগাররা নির্ভরশীল বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।
ট্যাপমেডের ‘গেম অন হ্যাঁয়’ শো-তে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা তাদের বোলিং লাইনআপ। যদি তাদের পেস বোলিংয়ের দিকে তাকাই, মুস্তাফিজ অন্যতম সেরা, বিশেষ করে সাদা বলে। নতুন বলে কিংবা মাঝের স্পেল কিংবা ডেথ ওভার, সব জায়গাতেই সে খুব কার্যকরী।’
‘তাসকিনও দারুণ ছন্দে আছেন। নতুন বলে দারুণ বল করছেন। সে একজন উইকেট টেকার। শরিফুল ইসলামও দারুণ বোলিং করছেন। এখন তাদের একজন লেগ স্পিনার আছেন রিশাদ হোসেন, তিনিও দারুণ বোলিং করেন। অলরাউন্ডার আছে মেহেদি হাসান, তিনি বোলিংয়ে দারুণ, ব্যাটিংও ভালো করেন।’
ব্যাটিং বিভাগের দুর্বলতা তুলে ধরে এই সাবেক ক্রিকেটার বলেন, ‘ওপরের দিকে লিটন দাস বা তানজিদ হোসেনের ওপর তাদেরকে বেশি নির্ভর করতে হয়। আগের মতো ব্যাটিং নেই আর। এক সময় সাকিব ছিল, তামিমের মতো খেলোয়াড় ছিল। তারা অনেকদিন বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছে। তখন ব্যাটিংয়ে তাদের অবদান দুর্দান্ত ছিল। সেই সময়ে বাংলাদেশের বোলিং অতটা ভালো ছিল না।’
‘কিন্তু আমি মনে করি এখন বাংলাদেশের বোলিং বেশ শক্তিশালী। ব্যাটিংয়ে তারা দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে। তবে তারা যদি পারফর্ম করে ফেলে, তাহলে যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারে।’
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি
