
আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
অনেকটা অনুমেয় একাদশ নিয়েই আজ খেলতে নেমেছে বাংলাদেশ। টপ অর্ডারে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে আছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে জাকের আলী ও শামীম হোসেনদের সঙ্গে আছেন দুই অলরাউন্ডার শেখ মেহেদি ও রিশাদ হোসেন।
বোলিং বিভাগে দুই স্পিনার শেখে মেহেদি ও রিশাদ হোসেনের সঙ্গে তিন পেসারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। যেখানে আছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল টাইগাররা। এক দশকের বেশি সময় আগের সেই অঘটনের ইতিহাস ভুলে এবার প্রতিশোধ নেওয়ার পালা লিটনদের।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ:
জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিযাকাত খান, কালহান মার্ক চাল্লু, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতীক ইকবাল।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি
