
নারী ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করবেন নারীরা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ দিয়ে এই নতুন ইতিহাস রচনা করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলতি মাসের শেষের দিকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। নারীদের এই বিশ্ব আসরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে রাখা হয়ে ১৪ আম্পায়ার ও ৪ ম্যাচ রেফারিকে, যারা সবাই নারী।
নারী ক্রিকেটের এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিও। ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন তিনি। এশিয়া কাপের পর এবার প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপেও দায়িত্ব পালন করতে যাচ্ছেন জেসি।
জেসির সঙ্গে সাথিরা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বৃন্দা রাঠি, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন, সারাহ ড্যামনেভান, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক ও লরেন অ্যাগেনবাগ। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল পেরেইরা, ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ ও জিএস লক্ষ্মী।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের, যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও, পাকিস্তান থাকায় আসরটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ৮ দল হলো—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত -শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি
