
নেপালের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের কারণে দেশটিতে আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে কাঠমান্ডু থেকে নিরাপদে ঢাকায় ফিরেছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে বিমান বাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল। একইসঙ্গে বাংলাদেশ থেকে থেকে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামে দুই দল। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এরপর ৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলতে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তার আগের কাঠমান্ডুতে শুরু হয় উত্তাল পরিস্থিতি। সরকার বিরুদ্ধে বিক্ষোভে নামে ছাত্র-জনতা। হুট করে উদ্ভূত এমন পরিস্থিতির ম্যাচের আগের বাংলাদেশের অনুশীলন বাতিল হয় এবং তারা টিম হোটেলেই অবস্থা করে।
কাঠমান্ডুর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফুটবলারদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়। ম্যাচ বাতিল হওয়ায় পরদিন (৯ সেপ্টেম্বর) সকালেই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ হয়ে যায়। তাতে পিছিয়ে যায় জামালদের দেশে ফেরা সময়।
পরবর্তীতে হোটেলবন্ধী থাকতে হয় জামাল-তপুদের। অবশেষে গতকাল বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেওয়া হয়। এরপর আজ সকাল পৌনে ১২টার দিকে নেপালের উদ্দেশে ছেড়ে যায় বিমান বাহিনীর উড়োজাহাজটি। এরপর জামালদের নিয়ে বিকেলে দেশে ফিরেছে উড়োজাহাজটি।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি
