Connect with us
ক্রিকেট

সিপিএলে বড় জয় পেল সাকিবের অ্যান্টিগা

Shakib al hasan
আবারও জয় পেল সাকিবের অ্যান্টিগা। ছবি- সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সিপিএলে ব্যাটে-বলে অনুজ্জ্বল সাকিব আল হাসান। তবে এতে প্রভাব পড়েনি তার দলের, অ্যান্টিগা ফ্যালকন্স জিতেছে ৪ উইকেটে। বোলিংয়ে চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট আর ব্যাটিংয়ে ২ বলে ১ রান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নবালে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সিপিএল’ টি-টোয়েন্টি ম্যাচে এই ছিলো সাকিব আল হাসানের পারফরম্যান্স। তবে তার দল অ্যান্টিগা ফ্যালকন্স ১০০ রানের টার্গেটে ম্যাচ জিতে নেয় চার উইকেটে।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯৯ রানে অলআউট হয় গায়ানা। দলের পক্ষে শাই হোপ ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন। পেসার জেইডেন সিলস ১৫ রানে চারটি, লেগ স্পিনার উসমান মির ১৭ রানে তিনটি ও সাকিব ২৮ রানে একটি উইকেট নেন। অ্যান্টিগা জবাব দিতে নেমে ২৪ রানে চার উইকেট হারায়।



সাকিব চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পঞ্চম ওভারের প্রথম বলে ফেরেন। ইনিংসের এক পর্যায়ে ৬৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। এক প্রান্ত ধরে রাখা ওপেনার আমির জ্যাঙ্গু ৫৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে পাঁচ বল আগেই দলের জয় নিশ্চিত করেন। ষষ্ঠ উইকেটে অবিছ্ছিন্ন থাকা ফ্যাবিয়ান অ্যালেন ১৪ বলে ১৫ রান যোগ করেন।

এর আগে অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৪ বলে ১৬ রান করে যান। ম্যাচসেরা হন সিলস। ১০ ম্যাচে পঞ্চম জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে অ্যান্টিগা। ছয় দলের লড়াইয়ে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গায়ানার অবস্থান চারে।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট