
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় দলটির ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে না পারলে প্রতিটি ওভারের জন্য জরিমানা গুনতে হয়। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ধীরগতিতে বল করায় তারা আচরণবিধির ২.২২ ধারাটি লঙ্ঘন করেছে বলে জানায় আইসিসি।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বিষয়টি স্বীকার করেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেন। ফলে আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের ফলাফলেও ধস নামে প্রোটিয়াদের ওপর। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৪১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একেবারেই দাঁড়াতে পারেনি। মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারে সফরকারী দল।
তবে সিরিজে শেষ পর্যন্ত এগিয়ে থাকে দক্ষিণ আফ্রিকাই। প্রথম দুই ম্যাচে জিতে তারা ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নেয়।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/এনজি
