
বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ইতিহাস গড়লেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে তিনি বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে নাম লেখালেন।
মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে দ্রুতই খেলায় ফেরে তারা। রোনালদোর পেনাল্টি ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এই গোলের মাধ্যমে বাছাইপর্বে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৩৯-এ। এতে তিনি গুয়াতেমালার কার্লোজ-এর রেকর্ড ছুঁয়ে ফেললেন এবং আর্জেন্টিনার লিওনেল মেসিকে তিন গোল পেছনে ফেললেন।
চল্লিশ বছর বয়স, এটা যেন একটা সংখ্যা মাত্র যা তার গতিকে দমাতে পারে না। প্রত্যেক ম্যাচে রাখছে ভূমিকা, করছে গোল। রোনালদোর জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে গোল সংখ্যা ১৪১।আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্ব পরে আইরিশ ও হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে এই তারকার দল। এই ম্যাচ গুলোয় রেকর্ডটা নিজের দখলে নিতে চাইবেন এই পর্তুগিজ তারকা।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/এনজি
