Connect with us
ক্রিকেট

আরব আমিরাতকে ৫ ওভারেই হারিয়ে দিল ভারত

India defeat UAE in just 5 overs.
ভারত বনাম আরব আমিরাত। ছবি- বিসিসিআই

বড় জয়ে ২০২৫ এশিয়া কাপ শুরু করলো ভারত। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। স্বাগতিকদের বিপক্ষে রানতাড়ায় নেমে পাঁচ ওভারের মধ্যেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় ভারত। টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সূর্যকুমার যাদব। আগে ব্যাট করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আরব আমিরাত। ১৩.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোটে ৫৭ রান তুলতে সক্ষম হয় তারা।

স্বাগতিকদের পক্ষে দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি কেউ। ওপেনার আলিশান শারাফু ১৭ বলে সর্বোচ্চ ২২ রান করেন। আরেক ওপেনার ওয়াসিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান। বাকিদের মধ্যে রাহুল চোপরা ৩ রান এবং অন্যরা ২, ১ অথবা ডাক মেরে ফেরেন।



ভারতের পক্ষে ২.১ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শিবম দুবে। এ ছাড়া একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত। ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। দলীয় ৪৮ রানের মাথায় আউট হন তিনি। এরপর সূর্যকুমারকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শুবমান গিল।

অপরাজিত শুবমান ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করেন। অপরপ্রান্তে ২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার। আরব আমিরাতের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন জুনায়েদ সিদ্দিক।

আগামী ১৪ সেপ্টেম্বর হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট