
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে হতাশাজনক হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ করেছে তাদের বাছাই পর্বের অভিযান।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত এল আলতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই স্বাগতিকরা চাপ সৃষ্টি করে। ব্রাজিলকে একের পর এক চাপে ফেললেও লড়াই করে ফেরার চেষ্টা চালায় নেইমারবিহীন দলটি।
ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোলের সুযোগ পায় বলিভিয়া। ব্রাজিলের ব্রুনো গিমারেস বক্সের ভেতর ফাউল করলে ভিএআর যাচাই শেষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে মিগুয়েল তেলকোরেসের সফল শটে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণ সাজালেও বলিভিয়ার রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে ২০০৯ সালের পর আবারও ব্রাজিলকে হারানোর স্বাদ পেল দক্ষিণ আমেরিকার অপেক্ষাকৃত ছোট দলটি।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। অন্যদিকে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
বাছাইপর্বে শেষ চার ম্যাচেই হারের মুখ দেখলো ব্রাজিল। উচ্চতার কারণে খেলায় গতি আনতে না পারা, মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং ধারাবাহিকতা ধরে রাখতে না পারার খেসারত দিতে হলো দলটিকে।
ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/এনজি
