Connect with us
ক্রিকেট

অযত্নে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ

এশিয়া কাপ। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে উদ্বোধনের আগেই আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনাগ্রহ ও অযত্নের ছাপ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আসরের। অথচ ম্যাচের আগের দিন দুই দলের জন্য কোনো সংবাদ সম্মেলনের আয়োজন ছিল না। বরং ম্যাচের দিন সকাল ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে আট দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফলে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও হংকংয়ের ইয়াসিম মোর্তুজাকে ৩০০ কিলোমিটার ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার মাঠে নামতে হবে সন্ধ্যায়।

সাধারণত ম্যাচের আগের দিনই অধিনায়কদের সংবাদ সম্মেলন হয়। এশিয়া কাপে শুরুতেই তাই দেখা গেল এক অস্বাভাবিক চিত্র। আবুধাবি স্টেডিয়ামেও নেই কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি। মরুর দেশে ক্রিকেট এমনিই এক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, আর এশিয়া কাপ আয়োজনেও চোখে পড়ছে খাপছাড়া ভাব।



এদিকে প্রবল তাপদাহে বাংলাদেশ দলের অনুশীলন সময়ও কমিয়ে আনা হয়েছে। সোমবার বিশ্রামের সিদ্ধান্ত নিলেও পরে রাতে ফিটনেস ট্রেনিং করে দল। স্থানীয় সময় বিকেল ৫টায় হংকং অনুশীলন করলেও তাদের জন্যও রাখা হয়নি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে হংকংয়ের নিজাকাত খান অনুশীলন শেষে জানান, বাংলাদেশকে হারানোর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে দীর্ঘ ভ্রমণ নিয়ে প্রশ্ন তুলতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিডিয়া ম্যানেজার তা বন্ধ করে দেন।

ফলে আবারও প্রশ্ন উঠছে—ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া অন্য ম্যাচগুলো এশিয়া কাপ আয়োজকদের কাছে কতটা গুরুত্ব বহন করে। অত্যাধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও আয়োজন ঘিরে নেই প্রত্যাশিত আমেজ বা উৎসাহ।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট