Connect with us
আজকের খেলা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৮ সেপ্টেম্বর ২৫)

FIFA 2026 World Cup todays match
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাই পর্বের ম্যাচে (৮ সেপ্টেম্বর) মাঠে নামবে আফ্রিকা ও ইউরোপের দলগুলো। এছাড়া ক্রিকেটে রয়েছে সিপিএল এর ম্যাচ।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের খেলা

ক্রিকেট



সিপিএল
গায়ানা বনাম সেন্ট কিটস
সকাল ৬টা,
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-২ ও সিলেক্ট-২।

ফুটবল

বিশ্বকাপ বাছাই (আফ্রিকা)

ইকুয়াটোরিয়াল গিনি বনাম তিউনিসিয়া
জাম্বিয়া বনাম মরক্কো
ম্যাচ দুটি দেখা যাবে সন্ধ্যা ৭টা,
সরাসরি দেখাবে ফিফা প্লাস ওয়েবসাইট।

গিনি বনাম আলজেরিয়া
রাত ১০টা,
ঘানা বনাম মালি
রাত ১টা,
লিবিয়া বনাম ইসোয়াতিনি
রাত ১টা,
ম্যাচ তিনটি সরাসরি দেখাবে ফিফা প্লাস ওয়েবসাইট।

বিশ্বকাপ বাছাই (ইউরোপ)

ইসরায়েল বনাম ইতালি
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ১
ক্রোয়েশিয়া বনাম মন্টেনেগ্রো
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ২
সুইজারল্যান্ড বনাম স্লোভেনিয়া
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ৩
গ্রিস বনাম ডেনমার্ক
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ৫
-ম্যাচ চারটি শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা