
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরে যায়। প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে আজ ইয়েমেনের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারও হার এড়াতে পারলো না বাংলাদেশ। শেষ মিনিটে গোল হজম করে টানা দ্বিতীয় হারের মুখ দেখল শেখ মোরসালিনের দল।
বাংলাদেশ-ইয়েমেনের ম্যাচটি ড্রয়ের পথেই ছিল। ড্র থেকে কেবল ৪০ সেকেন্ডের মতো সময় দূরে ছিল ম্যাচটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মোরসালিন-জায়ানদের সামনে। অন্তত ড্র হলেও এক পয়েন্ট পেতেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না বাংলাদেশের পক্ষে। টানা দ্বিতীয় হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।
ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে আজও বড় প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন এই তরুণ। তাছাড়া রক্ষণভাগও প্রথম ম্যাচের চেয়ে কিছুটা ভালো ছিল। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতার কারণে কিছু সুযোগ পেয়েও হাতছাড়া করেছে বাংলাদেশ।
এদিন ইয়েমেনের আক্রমণের পর পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশও। কিন্তু ইয়েমেনের রক্ষণ ভেদ করে সেভাবে বক্সে ঢুকতে পারেনি বাংলাদেশ। কিছু দূরপাল্লার শট নিয়ে চেষ্টা চালালেও প্রতিপক্ষের গোলরক্ষক প্রতিবারই তা আটকে দিয়েছেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারায় তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। এভাবেই শেষের দিকে যেতে থাকে খেলা। ম্যাচ ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখেন মজিবর রহমান জনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ১০জন মিলেই শেষ মুহূর্তে প্রতিপক্ষকে আটকানোর প্রাণপণ চেষ্টা করে যান। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
দুই ম্যাচে দুই হারের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে আছে বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ভিয়েতনাম পয়েন্ট পেলেই বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/বিটি
