Connect with us
ক্রিকেট

শেষ বলের নাটকীয় জয়ে ফাইনালের পথে সাকিবের দল

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

উত্থান-পতন মিলিয়ে কাটছে সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। কোনো ম্যাচে জ্বলে উঠছেন তো আবার কখনও থাকছেন ফিকে। গত রাতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়াতে পারেননি এই টাইগার ক্রিকেটার। তবে শেষ বলে নাটকীয় জয় পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে।

ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে বার্বাডোজ রয়্যালস। দলের হয়ে ওপেনার ব্রেন্ডন কিং দুর্দান্ত খেলেও সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেমে যান। ৬৫ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া রাদারফোর্ড ১৭ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।



এদিন অ্যান্টিগার হয়ে বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। নিজের সেরা ছন্দে ছিলেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় অ্যান্টিগা। আমির জঙ্গো ১৪ বলে ২৩ রান করে ফিরলেও, অপর ওপেনার আন্দ্রিস গুস দলকে টেনে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। ৫৩ বল মোকাবেলায় ৫টি চার ও ৪টি ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন গুস।

শেষদিকে ইমাদ ওয়াসিম করেন ১১ বলে কার্যকরী ১৭ রান। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। সেই সমীকরণ মেলান আন্দ্রিস গুস এবং স্প্রিঙ্গার, ম্যাচ শেষ করেন শেষ বলে।

এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিব-ইমাদদের অ্যান্টিগা। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট