Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশের যুবারা

Hossan century underpins powerful Bangladesh win
রিজান হোসেনের সেঞ্চুরিতে ভর করে ‎ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। রিজান হোসেনের সেঞ্চুরি ও কালাম সিদ্দিকীর হাফ–সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়িয়েছেন রাতুল ও স্বাধীন ইসলাম। তাদের নৈপুণ্যে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৮৭ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশের যুবারা।

এদিন লাফবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে মাঝের জুটিতে কালাম সিদ্দিকী (৬৮) ও রিজান হোসেন ভরসা জোগান। দুজনের ১৪৮ রানের পার্টনারশিপে দল ঘুরে দাঁড়ায়। রিজান ১০১ বলে দুর্দান্ত সেঞ্চুরি (১০০) করে ইনিংসকে তিনশর কাছাকাছি নিয়ে যান। শাহরিয়ার আল আমিনের ২৫ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৯২ রানে।

ইংল্যান্ডের জেমস মিন্টো নেন পাঁচ উইকেট।



জবাবে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। ফাহাদের বলে ওপেনার ডউকিন্স আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার ইসাক অবশ্য ৫৩ বলে ৭৫ রান করে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে রাতুল ও স্বাধীন ইসলামের ঘূর্ণিতে ইংলিশ প্রতিরোধ ভেঙে যায়।

অফস্পিনার রাতুল মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নেন, স্বাধীন শিকার করেন ২ উইকেট। শেষ পর্যন্ত ২০৫ রানে অলআউট হয় ইংল্যান্ড যুবদল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ : ২৯২/১০
(রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০; মিন্টো ৫/৬৮)
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ : ২০৫/১০
(ইসাক ৭৫, বেনিসন ৩৬; রাতুল ৪/৯, স্বাধীন ২/৪০)

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট