Connect with us
ফুটবল

দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার পর ভক্তদের দুঃসংবাদ দিলেন মেসি

Messi gave fans sad news after his farewell home match.
ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না মেসি। ছবি- সংগৃহীত

জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন লিওনেল মেসি। শুক্রবার ভোরে (৫ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে শেষ ম্যাচটি খেলেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি ৩-০ গোলের জয়ে রাঙিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করা মেসি ম্যাচ শেষে জানান, দেশের মাটিতে এটিই তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল আর্জেন্টিনার ১৭তম ম্যাচ। বাছাইপর্বে আরো একটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিওর (মেসি) সঙ্গে আমার কথা হয়েছে। সে নিজেই জানিয়েছে আগামী ম্যাচে সে বিশ্রামে থাকতে চায়। সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছে, তাই বিশ্রাম নিয়ে পুরোপুরি ফিট হতে চায়। আশা করি সে দ্রুত সেরে উঠবে।’



তিনি আরও বলেন, ‘লিও দলের সঙ্গে ইকুয়েডরে ভ্রমণ করবে না। সে অনেক ক্লান্ত। তাকে আমার আগেই উঠিয়ে নেওয়া উচিত ছিল। তবে শেষ ম্যাচ হওয়ায় পুরোটা সময় খেলেছে। তাই ওর ওপর কিছুটা চাপ বেড়েছে। এখন সে পরিবার নিয়ে বিশ্রামটা কাটাবে।’

অবশ্য মেসি নিজেও জানিয়েছেন সাম্প্রতিক চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে মাঠেও কিছুটা ক্লান্ত মনে হয়েছে তাকে। মেসি বলেন, ‘আমাকে অনেকদিন দাঁড়িয়ে কাটাতে হয়েছে, ম্যাচে গতি হারিয়ে ফেলেছিলাম, স্বাভাবিক অনুভব করছিলাম না। সামনে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে। আশা করি বছরের শেষটা ভালোভাবে কাটবে। এরপর নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবো।’

এদিন বুয়েন্স আয়ার্সে ম্যাচের ৩৯তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন এই ইন্টার মায়ামি তারকা। আরেকটি গোল আসে লাউতারো মার্টিনেজের পা থেকে। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল