Connect with us
ক্রিকেট

অন্য দেশের হয়ে খেলতে অবসর ভেঙে ফিরছেন রস টেলর

Ross Taylor to play for Samoa
সামোয়ার হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। ছবি- সংগৃহীত

অবসর ভেঙ্গে ফিরছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। তবে নিউজিল্যান্ডের জার্সিতে নয়, নতুন আরেক দেশের হয়ে খেলতে ৪১ বছর বয়সে অবসর ভেঙে ফিরছেন এই তারকা ব্যাটার।

মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন টেলর। আসন্ন এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে সামোয়াকে প্রতিনিধিত্ব করবেন তিনি। ওমানে অনুষ্ঠিতব্য বাছাইপর্ব সামনে রেখে সামোয়ার ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই সাবেক কিউই ক্রিকেটার।

মূলত প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে সামোয়া। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামোয়াকে টিকিট পাইয়ে দিতে সাহায্য করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন টেলর। নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। এ নিয়ে গত কয়েক মাস ধরে পরিকল্পনা চলছিল। আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়েছে। মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ আনন্দের ব্যাপার।’



তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই কোচিং বা অন্য কোনো মাধ্যমে পলিনেশিয়ান কমিউনিটিকে কিছু ফিরিয়ে দিতে চেয়েছি। কিন্তু কখনো ভাবিনি সামোয়ার হয়ে খেলার মধ্য দিয়ে এটা হবে। যেহেতু সুযোগ পেয়েছি, আমি সামোয়ার হয়ে খেলতে মুখিয়ে আছি এবং নিজেদের সেরাটা দিয়ে খেলব।’

২০২১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টেলর। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৫০ ম্যাচ খেলে ১৮১৯৯ রান করেন তিনি। ২০২৩ সালের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। এবার সামোয়ার জার্সিতে দীর্ঘদিন পর ২২ গজে ফিরতে যাচ্ছেন এই তারকা।

আগামী অক্টোবরে ওমানে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব। সেখানে গ্রুপ ৩–এ সামোয়ার প্রতিপক্ষ হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সুপার সিক্সে উঠবে। এরপর সেরা তিন দল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট