Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপ-২০২৬ নিশ্চিত করলো উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া

Uruguay, Colombia, Paraguay qualify for 2026 World Cup
উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া। ছবি- সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। বৃহস্পতিবার লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষের আগের রাউন্ডে এই সুখবর পায় দলগুলো।

এদিন উরুগুয়ে ৩-০ গোলে হারায় পেরুকে। সমান ব্যবধানে বলিভিয়াকে উড়িয়ে দেয় কলম্বিয়া। আর ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেও বিশ্বকাপ নিশ্চিত করে প্যারাগুয়ে।

এর আগে এই অঞ্চল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।



পেরুর জন্য অবশ্য বাছাইপর্ব শেষ হয়ে গেছে। উরুগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপের আশা শেষ হয়ে যায়।

কলম্বিয়ার হয়ে জেমস রদ্রিগেজ ৩১ মিনিটে প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে জন কর্ডোবা ও হুয়ান ফার্নান্দো কিন্টেরো আরও দুটি গোল যোগ করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন।

১৬ বছর পর প্যারাগুয়ের ফেরা

প্যারাগুয়ে ফিরলো ১৬ বছর পর। সর্বশেষ ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল তারা। ওই আসরে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি।

এদিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

আগামী বছরের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্ট।

মোট ৪৩টি দল মহাদেশীয় বাছাইপর্ব থেকে আসবে। আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে সুযোগ পাবে আরও দুটি দল। যেখানে ছয়টি দল লড়বে ২০২৬ সালের মার্চে। আয়োজক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল