
বিশ্বকাপের মূলপর্ব শুরু হতে এখনো বাকি প্রায় দশমাস। এর আগেই নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ব্রাজিল। দলের বড় তিন তারকা নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগোকে ছাড়াই বিশাল এক জয় পেয়েছে পাঁচবারের শিরোপাজয়ীরা।
কার্লো আনচেলত্তির পরীক্ষামূলক এই ম্যাচে ব্রাজিল বেশ চমকই দিয়েছে। শুক্রবার সকালে মারাকানায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চিলিকে উড়িয়ে দিল ৩-০ গোলে। এই ম্যাচে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।
সেপ্টেম্বরের বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল নিয়ে গত কদিন ধরে চলেছে আলোচনা। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার বাদ পড়েছেন চোটের কারণে। কিন্তু নেইমার বললেন, তাকে বাদ দেওয়া হয়েছে কৌশলগত কারণে।
চিলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বল দখলে রেখে তারা নিয়েছে ২২টি শট, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৩৫ শতাংশ বল দখলে রাখা চিলি পুরো ম্যাচে নিয়েছে ৩টি শট, কোনোটিই লক্ষ্যে যায়নি। পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা ছিল একেবারেই একপক্ষীয়।
৩৮ মিনিটে এস্তেভাও ভেঙেছেন চিলির রক্ষণ। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দলের হয়ে প্রথম গোল করেন এই তরুণ। এ গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আনচেলত্তির পরিবর্তনগুলো কাজে আসে। বিশেষ করে নজর কাড়েন লুইস হেনরিক। ম্যাচের ৭২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে তার দুর্দান্ত ড্রিবলিংয়ের পর ক্রস থেকে হেডে গোল করেন লুকাস পাকেতা।
শেষ গোলেও ছিল হেনরিকের অবদান। ডান দিক দিয়ে উঠে চমৎকার সমন্বয় গড়ে তোলেন ব্রুনো গিমারেসের সঙ্গে। তার জোরালো শট ক্রসবারে ফিরলে ফিরতি বল ঠেলে দিয়ে গোল করেন গিমারেস। ব্রাজিলও ৩-০ জয় নিশ্চিত করে।
আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল এই জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে আছে আর্জেন্টিনা। আর চিলি একেবারেই তলানীতে।
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এনজি
