Connect with us
ফুটবল

আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটাও রাঙিয়ে দিলেন মেসি

Messi With her 3 son
মাতৃভূমির মাটিতে শেষ ম্যাচ খেলতে তিন ছেলেকে নিয়েই মাঠে ছিলেন মেসি। ছবি- কনমেবল

লিওনেল মেসি। আর্জেন্টিনার মানুষের কাছে যিনি এক অবতার। মেসি মাঠে আছে মানেই আর্জেন্টাইনরা নির্ভার-উচ্ছ্বসিত। কিন্তু আজকের পর আর তাকে নিজ দেশের মাটিতে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে না। লা আলবাসিলেস্তাদের হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাতে তার দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষ ম্যাচটাও এভাবে জয় দিয়ে রাঙিয়ে স্মরণ করে রাখলেন এই ফুটবল জাদুকর।

ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও এস্তাদিও মাস মনুমেন্টালে একটি গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে।



ধীরে ধীরে জ্বলে উঠে ম্যাচের ৩৯তম মিনিটে মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএম টেন। আলভারেজের পাস থেকে বাম পায়ে প্রথমে বলটাকে নিজের আয়ত্বে নেন মেসি, এরপর দারুণ এক চিপে বলটা জড়ান জালে।

প্রথম হাফে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নেমে লাউতারো চার মিনিটের মাথায় গোল করেন। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।

৮০তম মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়।

২০০৫ সালের ৯ অক্টোবর এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। ২০ বছর পর পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি। তবে তার বিদায় চাইছেন না আর্জেন্টিনার একজন মানুষও।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল