Connect with us
ফুটবল

৫৭০ কোটি টাকা দিয়ে একজন ডিফেন্ডার কিনছে লিভারপুল!

ক্রিস্টাল প্যালেস থেকে লিভারপুলে যাচ্ছেন গুয়েহি। ছবি- মিরর

রক্ষণভাগে শক্তি বাড়ানোয় নজর দিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুল। কিন্তু সেই শক্তির পেছনে কত খরচ হতে পারে? দুয়েক কোটি নয়, প্রায় ছয়শ কোটি টাকা দিয়ে একটা ডিফেন্ডার আনছে অ্যানফিল্ডের এই ক্লাব।

জানা গেছে, ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গুয়েহিকে দলে নিচ্ছে লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যমের খবর, সাড়ে তিন কোটি পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭০ কোটি ৮২ লাখের বেশি (১ পাউন্ড সমান ১৬৩ টাকা ধরে) দিয়ে এই ইংলিশ সেন্টার-ব্যাককে কিনতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যানফিল্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন গুয়েহি। স্কাই স্পোর্টস লিখেছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই লন্ডনে মেডিকেল হয়েছে সেন্টার-ব্যাকের।



চেলসির একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার সোয়ান্সি সিটিতে দুই বছর ধারে খেলার পর ২০২১ সালে প্যালেসে যোগ দেন। ২০২২ সালে ইংল্যান্ড দলে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ গুয়েহি।

গত মৌসুমে প্যালেসের ঐতিহাসিক এফএ কাপজয়ী দলের অংশ ছিলেন ২৫ বছরের এই ডিফেন্ডার। সেদিক থেকে তার সম্ভাব্য বিদায় ক্লাব সমর্থকদের জন্য যেমন হতাশার, তেমনি কোচ অলিভার গ্লাসনারের জন্য দুর্ভাবনার।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল