Connect with us
ক্রিকেট

১ ওভারে ৪টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয়ের নায়ক নিলেন অবসর

মাঠে আসিফের সেলিব্রেশনও ছিল নজরকাড়া। ছবি- সংগৃহীত

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, যখন শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২৪ রান থেকে এক ওভারেই চার ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুলে জনপ্রিয় হওয়া সেই তারকা আজ নিলেন অবসর। বয়স হয়েছে মাত্র ৩৩।

৭ বছরের ছোট্ট ক্যারিয়ার পাকিস্তানের হয়ে খেলেছেন ২১ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ। ফিনিশারের ভূমিকায় পেয়েছেলিন জনপ্রিয়তাও। কিন্তু বেশিদিন খেললেন না ক্রিকেট। হুট করেই ঘোষণা দিলেন অবসরের। ন্তর্জাতিক মঞ্চে ৭৯ ম্যাচ খেলে দর্শকদের নজর কেড়ে বিদায় বললেন আসিফ আলী।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি তারকা ব্যাটার আসিফ আলী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। একই বছর ওয়ানডে ক্রিকেটেও পথচলা শুরু করেন আসিফ।



অবসরের বার্তা এভাবেই দিয়েছেন আসিফ

 

এক বার্তায় আসিফ আলী লিখেছেন, পাকিস্তানের জার্সি গায়ে খেলা তার জীবনের সবচেয়ে বড় সম্মানের। আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।

২০২১ সালে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসিফ আলী। ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে টানা ৩ ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ওই থেকে জাতীয় দলের নির্বাচকদের নজরে চলে আসেন এই মারকুটে ক্রিকেটার। ওই বছরের জুনে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় তার।

২০২২ এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে পৌঁছে দেন। তবে ধারাবাহিকতার অভাবে প্রত্যাশিত সাফল্য পাননি এই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট