Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিলেন মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক। ছবি- সংগৃহীত

সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, এর আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন।

এদিকে স্টার্কের আচমকা বিদায় অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা।



জানা গেছে, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯ উইকেট নিয়েছেন স্টার্ক, যা তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি করেছে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

অবসর নিয়ে স্টার্ক বলেন, সামনে অ্যাশেজ, এরপর ভারতের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। নিজেকে সতেজ ও ফিট রাখতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেইলি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে স্টার্কের অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

স্টার্ক আগেও বহুবার জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। সামনে অ্যাশেজ, ২০২৬ সালে আবারও ব্যস্ত টেস্ট ও ওয়ানডে সূচি- সব মিলিয়ে চাপ কমাতেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট