Connect with us
ফুটবল

নেপালের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী? যা জানা গেল

Hamza Choudhury_Sheffield United
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

আসন্ন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে বড় প্রশ্ন- বাংলাদেশ দলে কি থাকবেন হামজা চৌধুরী? কোচ হাভিয়ের কাবরেরা তাকে ২৪ সদস্যের দলে রেখেছেন কিন্ত এখনো অনিশ্চয়তা কাটেনি।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ছাড়পত্রের জন্য লেস্টার সিটিকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বাফুফে। হামজাও খেলতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত লেস্টারের।

আমের খান বলেন, লুকোচুরির কিছু নেই। গতকাল রাতেও তার সঙ্গে কথা হয়েছে। সে বলছে চেষ্টা করছে। আমরা তার ক্লাবকে বলেছি।



তবে হামজা যোগ দিতে না পারলেও তেমন সমস্যা দেখছেন না কোচ কাবরেরা। তার ভাষ্য, আমরা হামজাকে ছাড়াই প্রস্তুতি নেব। যদি সে যোগ দিতে না পারে, কোনো সমস্যা নেই। এই দল নিয়েই নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবো আমরা।

ডিফেন্ডার তপু বর্মণ মনে করছেন, হামজাকে ছাড়া মানিয়ে নেওয়াটা সহজ হবে না; সে যদি নেপাল ম্যাচের আগে যোগ দিতে পারে, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে।

এদিকে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন আবাহনীর হোসেন; তার পরিবর্তে ডিফেন্ডার ওমর সজীবকে ডেকেছেন কাবরেরা।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরশু নেপাল যাবে টিম বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল