
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বাংলাদেশকে টানা তৃতীয় সিরিজে জয় এনে দিলেন লিটন কুমার দাস। সোমবার (১ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এতে লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের পর টানা তৃতীয় সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর পাঁচটি সিরিজে নেতৃত্ব দেন লিটন। এর মধ্যে তিনটি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর লিটন বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি চেষ্টা করি প্রতিটি সিরিজই জেতার। কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।’
গত মে মাসে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পান লিটন দাস। তবে দায়িত্ব নিয়ে শুরুটা ভালো হয়নি তার। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৩-০ ব্যবধানে হারের মুখ দেখেছিল টাইগাররা।
তবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল লিটনরা। এরপর ঘরের মাটিতে পাকিস্তান সিরিজেও ২-১ ব্যবধানে জয় পায় লিটনের নেতৃত্বাধীন দলটি। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে নিয়ে স্বাগতিকরা।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রান তুলে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
জয়ের পর দলের ক্রিকেটারদের প্রশংসা করে লিটন বলেন, ‘এই জয়ে দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়েছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার মধ্য দিয়ে সফল হয়েছে।’
আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি
