Connect with us
ক্রিকেট

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

নারী ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ছবি- সংগৃহীত

চলতি মাসের শেষে ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর। আসরটি সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি দলই ২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা করে পাবে। টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও প্রতিটি দল এই টাকা পাবে।

সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি)। যা ২০২২ সালের আসরের তুলনায় ২৯৭ শতাংশ বেশি। সে আসরে প্রাইজমানি ছিল মাত্র ৩৫ লাখ ডলার।



আইসিসি জানায়, চ্যাম্পিয়ন দল এবার পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৫৪ কোটি টাকা) আর রানার্সআপ দল পাবে ২২ লাখ ২৪ হাজার ডলার (প্রায় ২৭ কোটি টাকা)।

গ্রুপপর্বে প্রতিটি জয়েও থাকছে বাড়তি পুরস্কার- ৩৪ হাজার ৩১৪ ডলার (বাংলাদেশি টাকায় ৪১ লাখের বেশি)। দুই সেমিফাইনালিস্ট পাবে ১১ লাখ ২০ হাজার ডলার করে।

রাউন্ড রবিন পদ্ধতিতে ৮ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

মোট ৩১ ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ ভেন্যুতে। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট