
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দ এবং বোলিংয়েও কিছুটা পারদর্শিতার কারণে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তার। জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেই ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন সাইফ। তবে এখনই তাকে নিয়ে বেশি মাতামাতি না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গতকাল (৩০ আগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে চড়ান সাইফ। আর ফেরার ম্যাচেই ব্যাটে-বলে জ্বলে ওঠেন তিনি। প্রথমে বল হাতে ২ উইকেট এবং পরে ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূকিকা রাখেন এই ব্যাটার।
দীর্ঘদিন পর দলে ফিরে এমন নজরকাড়া পারফরম্যান্সের পর সকলের প্রশংসায় ভাসছেন সাইফ। তবে এখনই তাকে নিয়ে বেশি মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। কেউ একটু ভালো করলে সঙ্গে সঙ্গেই তাকে আকাশে তুলে ফেলা, পরে পারফরম্যান্স খারাপ করলে আবার মাটিতে নামিয়ে ফেলা— এমনটা না করার আগেই অনুরোধ জানিয়ে রাখলেন এই দেশসেরা কোচ।
আজ রোববার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে সাইফকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনাদেরকে এর আগেও আমি অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না, আবার কাউকে এত তাড়াতাড়ি নিচেও নামিয়ে ফেলবেন না। সাইফ অনেকদিন ধরেই চেষ্টা করছে, তার ভেতরে শেখার অনেক আগ্রহ আছে। তাকে সময় দিন, আশা করি ভালো কিছু উপহার দেবে।’
টি-টোয়েন্টি দলের অধিকাংশ ক্রিকেটাররাই এখন ফর্মে আছেন। তাই কাকে রেখে কাকে বাদ দেয়া যায় এ নিয়েও বেশ চাপের মুখে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এই বিষয়টিকে দলের জন্য পজিটিভ হিসেবে দেখছেন সালাউদ্দিন।
এই কোচ বলেন, ‘সাইডলাইনের যেসব ক্রিকেটাররা পারফর্ম করে দলে জায়গা করে নিচ্ছে, তাতে দলে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে। সামনে যত বেশি পারফর্মার আসবে, সেটার দলের জন্য তত ভালো হবে।’
প্রসঙ্গত, সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রানের বেশি করতে পারেনি তারা। জবাবে খেলতে নেমে মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি
