Connect with us
ক্রিকেট

লিটন-সাইফ জুটিতে বাংলাদেশের বিশাল জয়

জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টিম টাইগার। লিটন দাসের ফিফটি ও সাইফ হাসানের ঝড়ো ইনিংসে জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে তাসকিন আহমেদ ও সাইফ হাসানের বোলিং তোপে ১৩৬ রান তোলে সফরকারীরা। জবাবে মাত্র ১৩.৩ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এই ম্যাচ দিয়ে দুই বছর পর জাতীয় দলের একাদশে আসেন সাইফ হাসান। সুযোগ পেয়েই ব্যাটে-বলে সমান তালে জ্বলে ওঠেন তিনি। বল হাতে দুটি উইকেট নেয়ার পর ব্যাট হাতে ১৯ বলে অনবদ্য ৩৬ রান করেন।



অন্যদিকে ২৯ বলে ৫৪ রানের অনবদ্য ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। এই ইনিংস দিয়ে সাকিবের ১৩টি ফিফটির রেকর্ড ছুঁয়েছেন লিটন। সাকিবের ১২৮ ম্যাচ লাগলেও লিটন ১০৮ ম্যাচেই ছুয়ে ফেলেছেন।

ওপেনার পারভেজ হোসেন ইমন ১৫ রানে ফিরে গেলেও চাপে পড়তে দেননি আরেক ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। এ দুজন ৬৬ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। তামিম ফিরে যাওয়ার পর সাইফকে নিয়ে বাকি পথ পাড়ি দেন লিটন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো কিছু করতে পারেনি ডাচ ব্যাটাররা। তাসকিন আহমেদ ২৮ রানে একাই নেন ৪টি উইকেট। সাইফ দুটি ও মুস্তাফিজ নেন একটি উইকেট।

ডাচদের হয়ে তেজা নিদামারুনু ২৬, ম্যাক্স ডি’ওড ২৩, টিম প্রিঙ্গল ১৬ ও সারিজ আহমেদ ১৫ রান করেন। আগামী সোমবার সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট