Connect with us
ফুটবল

সৌদি প্রো লিগ : ফেলিক্সের হ্যাটট্রিকে রোনালদোদের গোল উৎসব

AlNassr WIn
রোনালদোদের জয় উদযাপন। ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় দিয়ে মৌসুম শুরু করল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল তাওউনকে ৫-০ গোলে উড়িয়ে দিল তারা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স, আর রোনালদো গড়েছেন নতুন রেকর্ড।

খেলার ৭ মিনিটেই ফেলিক্সের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির আগে ব্যবধান আর বাড়াতে না পারলেও দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় তারা। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো টানা ২৪ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েন। পরের মিনিটেই স্কোরশিটে নাম তোলেন কিংসলে কোমান।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন ফেলিক্স। ৬৭ ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করে অভিষেক লিগ ম্যাচেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে তিন ম্যাচে এখন পর্যন্ত আল নাসরের জার্সিতে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৪।



দুর্দান্ত জয়ের পর রোনালদো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ধাপ।’

এদিকে চেলসি থেকে গত মাসে আল নাসরে এসেছেন ফেলিক্স। সৌদি ক্লাবটির হয়ে সৌদি সুপার কাপে দুই ম্যাচ ও সৌদি প্রো লিগে তিনি খেলেছেন এক ম্যাচ। আল নাসরের হয়ে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। যার মধ্যে গত রাতেই করেছেন হ্যাটট্রিক।

সৌদি সুপার কাপে রানার্সআপ হওয়ার হতাশা ঝেড়ে এভাবেই লিগে যাত্রা শুরু করল আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে খেলবেন রোনালদো-ফেলিক্স। বিরতির পর ১৪ সেপ্টেম্বর আল খোলুদের বিপক্ষে নামবে আল নাসর।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল