
শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামতে প্রস্তুত ভারতীয় দল। তার সহকারী হিসেবে থাকছেন শুভমন গিল, সঙ্গে রয়েছেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহসহ তারকা ক্রিকেটাররা।
ভারতকে রাখা হয়েছে গ্রুপ–‘এ’-তে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পাকিস্তান ও ওমান। ১০ সেপ্টেম্বর ইউএই–এর বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে ভারত।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ জানিয়েছেন, এই টুর্নামেন্টে তিন ক্রিকেটার হতে পারেন ভারতের ‘গেম-চেঞ্জার’।
তার মতে, জসপ্রিত বুমরাহর পাশাপাশি অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তী ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
শেবাগ বলেন, অভিষেক শর্মা গেম-চেঞ্জার হতে পারে। বুমরাহ তো সবসময়ই গেম-চেঞ্জার। বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি হোক কিংবা টি–টোয়েন্টি, সব ফরম্যাটেই কার্যকর। এরা একা হাতে ভারতকে ম্যাচ জেতাতে সক্ষম।
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি
