Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে পুরোনো রীতি কেন ভাঙছে টিম ইন্ডিয়া?

TEam india
টিম ইন্ডিয়া। ছবি- সংগৃহীত

সামনেই এশিয়া কাপ। গ্রুপপর্বেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতকে। তবে টিম নির্বাচন ঘিরে বিতর্কের পর এবার সফরসূচি নিয়েও নতুনত্ব এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। সাধারণত বিদেশ সফরে একসঙ্গেই যাত্রা করে ভারতীয় দল কিন্তু এবার খেলোয়াড়রা আলাদা আলাদা করে দুবাই যাচ্ছেন।

বিসিসিআই সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বরের মধ্যে সব ক্রিকেটারই দুবাই পৌঁছবেন। ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি অ্যাকাডেমিতে হবে চার দিনের প্রস্তুতি শিবির। এরপর ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে রোহিত শর্মারা।

এক বিসিসিআই কর্তার ভাষায়, খেলোয়াড়দের সুবিধার কথা ভেবেই নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।



ইতোমধ্যেই অসুস্থতা কাটিয়ে বেঙ্গালুরুতে অনুশীলন করেছেন শুভমান গিল।

তবে মূল দলে থাকা ১৫ ক্রিকেটার দুবাই গেলেও স্ট্যান্ডবাই হিসেবে থাকা পাঁচজন- যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল, ভারতেই থেকে যাচ্ছেন।

দুবাইয়ের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট