
সাফের অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। শুক্রবার (২৯ আগস্ট) নিজেরদের পঞ্চম ম্যাচে নেপালকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে দলটি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় জয় তুলে নিয়েই শিরোপা জয়ের সমীকরণটা সহজ করে নিয়েছিল ভারত। বাকি ম্যাচগুলোতে বাংলাদেশ জয় পেলেও ভারতের বিপক্ষে ফিরতি দেখার ম্যাচটি রূপ নিতো অলিখিত ফাইনালে। তবে সেক্ষেত্রে ভারতকে হয়ত অনেক বড় ব্যবধানে হারাতে পারলেই শিরোপা জেতা সম্ভব হতো। কেননা গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল ভারত।
তবে ভারতের শিরোপা জয়ের সমীকরণটা আজকেই আরো সহজ করে দেয় বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। দিনের অপর ম্যাচে নেপালকে হারাতে পারলেই শিরোপা হতো ভারতের। অবশেষে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারত।
পাঁচ ম্যাচে ৫ জয়ে ভারতের পয়েন্ট ১৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের ৫ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ১ হারে পয়েন্ট ১০। তাই নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে দিলেও ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ভারতেরই হবে।
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সবগুলো ক্যাটাগরিতেই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তবে এই একটি ক্যাটাগরিতেই কখনো শিরোপা জেতা হয়নি লাল-সবুজদের। ২০২৩ সালে রাশিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়েছিল তারা। এবার ভারতের চেয়ে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী রোববার (৩১ আগস্ট) টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি
