Connect with us
ফুটবল

অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত

Argentina to play two friendly matches in October
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগৃহীত

আসন্ন ফিফা সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। বাছাইপর্বের শেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তবে আগামী বছরের বিশ্বকাপকে সামনে বেশকিছু প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে অক্টোবর থেকেই বিশ্ব সফর শুরু করবে আর্জেন্টিনা। যার শুরুটা হবে যুক্তরাষ্ট্র সফর দিয়ে। আগস্টের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল, অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্রের দুই ভেন্যুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। অবশেষে জানা গেল প্রতিপক্ষের নামও।

অক্টোবরে যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন মেসি-ডি পলরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলবেন মেসিরা। এরপর দ্বিতীয় ম্যাচ হবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোতে।



মূলত আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তাই এই ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার চূড়ান্ত প্রতিপক্ষের তথ্য নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া সংবাদমাধ্যম ওলে–কে বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার মাঠে। এই দুটি প্রীতি ম্যাচ হলেও আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি।’

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি ৬-১৪ তারিখ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যেই মাঠে গড়াবে ম্যাচ দুটো। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা।

এরপর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আর্জেন্টিনা। আফ্রিকা সফরে অ্যাঙ্গলোর মাটিতে অ্যাঙ্গলোর বিপক্ষে এবং এশিয়া সফরে ভারতের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ভারতের মাটিতে ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল