
চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানের বিপক্ষে এক দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে ফিরতে দেখায় স্বাগতিকদের সঙ্গে ড্র করে শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশের মেয়েরা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এতে শিরোপার দৌড়ে শীর্ষে থাকা ভারতের চেয়ে অনেক পিছিয়ে গেছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।
ভারত চার ম্যাচ খেলে সবগুলোতেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ শুরুটা জয়ে রাঙালেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায় ভারতের কাছে। এতে করে এগিয়ে যায় ভারত। তবে পরের দুই ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে ছিল অর্পিতা বিশ্বাসের দল।
তবে চারটি ম্যাচেই জয় তুলে নেয়ায় বাংলাদেশের জন্য সমীকরণ কঠিন হতে থাকে। শিরোপা দৌড়ে টিকে থাকতে আজ ভুটানের বিপক্ষে ৩টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল অর্পিতাদের। তবে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে কেবল একটি পয়েন্টই পেয়েছে দলটি।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে পুর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের গোলরক্ষকের ভুলে প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান পুর্নিমা। এরপর আরো বেশ কয়েকটি আক্রমণ করেছে বাংলাদেশ। তবে ব্যবধান বাড়াতে পারেননি সুরুভী-আলপিরা।
বাংলাদেশ ব্যবধান বাড়াতে ব্যর্থ হলেও ভুটান ব্যর্থ হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে চোরতেন জাংমোর গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। শেষ পর্যন্ত আর লিড নিতে পারেনি সুরভীরা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।
এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা ভারতের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ২ পয়েন্ট পিছিয়ে আছে বাংলাদেশ। সন্ধ্যায় আরেক ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে ভারত জিতলেই শিরোপা তাদের হবে।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি
