
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নেদারল্যান্ডস ক্রিকেট দল। এরপর বিশ্রাম শেষে ম্যাচের ভেন্যু সিলেটে পৌঁছায় ডাচরা। আগামী শনিবার থেকেই মাঠে গড়াবে এই সিরিজ।
ভেন্যুতে এসে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে নেদারল্যান্ডস। সেখানে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে সিরিজ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এডওয়ার্ডস মনে করেন, বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো মোটেও সহজ হবে না। তবে জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান তারা। এডওয়ার্ডস বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে বিপক্ষে খেলাটা সহজ হবে না। এর আগেও অনেক দেশ এখানে খেলতে এসে অনেক সংগ্রাম করেছে। আমরা জানি আমাদের কাজটাও অনেক কঠিন হবে। তবে জেতার জন্য আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই।’
সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডাচ অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সিরিজ জিততে পারব। আমরা জেতার জন্যই প্রতিটি সিরিজ খেলি। আশা করছি, ভালো খেলা উপহার দিতে পারবো। ভালো খেলতে পারলে আমাদের আমাদের একটা দারুণ সুযোগ থাকবে।’
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এশিয়াতে। ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণের এই বিশ্ব আসর। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে সফরকারীরা।
এডওয়ার্ডস বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার পরে আমরা এশিয়ান কন্ডিশন সম্পর্কে আরো ধারণা নিতে চাচ্ছিলাম। সেই হিসেবে এখানে বাংলাদেশ দলের মতো দলের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে পারাটা সত্যিই অনেক দারুণ ব্যাপারই।’
আগামী শনিবার (৩০ আগস্ট) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। এই সিরিজ শেষেই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে বাংলাদেশ দল।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি
