
গত ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের পশ্চিমাঞ্চলের প্রিলিমিনারি পর্বে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মূল পর্বের খেলা, যা চলবে আগামী বছরের ৯ মে পর্যন্ত।
এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ‘বি’ গ্রুপে পড়েছে।
এই গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কুয়েতের ক্লাব কুয়েত এসসি, লেবাননের ক্লাব আল আনসার এফসি ও ওমানের ক্লাব আল-সিব। এই গ্রুপের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে কুয়েতে।
গ্রুপ পর্বে বেশ কঠিন প্রতিপক্ষই পেয়েছে বসুন্ধরা কিংস। কেননা এই তিনটি ক্লাবই র্যাঙ্কিংয়ে কিংসদের চেয়ে এগিয়ে। বিশেষ করে কুয়েত এসসি ও আল-আনসার ঘরোয়া ফুটবলে বেশ সাফল্য পেয়েছে। কুয়েতে ঘরোয়া লিগে ২০বার চ্যাম্পিয়ন হয়েছে কুয়েত এসসি। অন্যদিকে লেবাননের ঘরোয়া লিগে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে আল-আনসার।
এই দুই ক্লাবের চেয়ে অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে বসুন্ধরা কিংস। ঘরোয়া লিগে এ পর্যন্ত ৫টি শিরোপা জিতেছে ক্লাবটি। তবে ওমানের ক্লাব আল-সিব কখনো লিগ শিরোপা জিততে পারেনি।
আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি
