
ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে শেষবারের মতো ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বাছাইপর্বের শেষ দু’টি ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের আগে আর কোনো সূচি নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এই ফাঁকে বিভিন্ন প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বাছাইপর্ব শেষে ফিফা অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসবে ব্রাজিল। এই সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। মঙ্গলবার (২৬ আগস্ট) ম্যাচগুলোর চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরপর টোকিও পাড়ি জমাবে দলটি। ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অবশ্য এশিয়া সফর শেষেও আরো কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২০২৬ সালের জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের।
এদিকে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে নামবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং ১০ সেপ্টেম্বর বাছাইপর্বের সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে আনচেলত্তির শিষ্যরা।
বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য গতকাল রাতেই স্কোয়াড করেছে ব্রাজিল। এই ম্যাচগুলো দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু এবারও ইনজুরিতে পড়ে শেষ পর্যন্ত দলে আর জায়গা করে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে অক্টোবরে এশিয়া সফর দিয়ে পুনরায় জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে নেইমারের। সে পর্যন্ত ফিট থাকতে পারলেই আনচেলত্তির দলে জায়গা করে নিতে পারবেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি
