
লা লিগার নতুন মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। নতুন লিগে নবাগত রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ওভিয়েদোর বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনেন আলোনসো। এদিন ভিনিসিয়ুসকে বেঞ্চে বসিয়ে রেখে রদ্রিগোকে মাঠে নামান কোচ। এই ম্যাচেই প্রথমবারের মতো লিগ ম্যাচে একাদশে জায়গা করে নেন ১৮ বছরের ফ্রাংকো মাস্তানতুয়োনো।
খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মাদ্রিদের হাতে। তবে বারবার আক্রমন করে কোন লাভ হচ্ছিল না। অবশেষে ৩৭ মিনিটে গোলের দেখা পান এমবাপ্পে।
৮৩ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত প্রেস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ইনজুরি টাইমে ওভিয়েদোর ডিফেন্স ভেঙে একক প্রচেষ্টায় তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে টানা দুই হার নিয়ে কঠিন অবস্থায় মৌসুম শুরু করল ওভিয়েদো। তাদের পরের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আর আলোনসোর দল ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার মুখোমুখি হবে।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/এমএ
