Connect with us
ক্রিকেট

২০২৫ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh announces 2025 Asia Cup squad
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের। মহাদেশীয় এই টুর্নামেন্টে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে রয়েছে একাধিক চমক।

আজ শুক্রবার (২২ আগস্ট) লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের আলোচনায় থাকা নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এছাড়া ২ বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে এই ব্যাটার।



তবে এশিয়া কাপের দলে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। তাছাড়া সৌম্য সরকারকে নিয়ে অনেক আলোচনা হলেও তিনি মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন সৌম্য ও মিরাজ দুজনেই।

এছাড়া সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলে এসে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই ওপেনার। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড—

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসে পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই— সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ

এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের সেরা চার দল নিয়ে মাঠে গড়াবে সুপার ফোরের লড়াই। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট