
অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অল্পের জন্য সিরিজ জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে যায় তারা। তবে ওয়ানডেতে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে প্রোটিয়ারা। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।
শুক্রবার (২২ আগস্ট) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে সিরিজে অজিদের হারালো প্রোটিয়ারা।
ম্যাকাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৩৭.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন রানতাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৩৮ রানের মধ্যেই ফিরে যান ট্রাভিস হেড (৬), মারনাস লাবুশেন (১) ও মিচেল মার্শ (১৮)। এরপর ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৬৭ রান তোলার পর ভেঙে যায় এই জুটি। ৩৫ রান করে ফিরে যান গ্রিন।
এরপর জশ ইংলিস একপ্রান্ত আগলে খেললেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যেই থাকেন ব্যাটাররা। আশির ঘরে গিয়ে ফিরে যান ইংলিসও। ৭৪ বলে ৮৭ রান করে ফিরেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত দুইশোর আগেই থামে স্বাগতিকদের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইফার নেন লুঙ্গি এনগিদি। ৮.৪ ওভারে ১ মেডেনসহ ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। এছাড়া নান্দ্রে বার্গার ও সেনুরান মুথাসামি ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পক্ষে ৭৮ বলে ৮৮ রানের ইনিংস খেলেন ম্যাথিউ ব্রিটজেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করে ট্রিস্টান স্টাবস। এছাড়া টনি ডি জর্জি ৩৮, উইয়ান মুলডার ২৬ এবং কেশব মহারাজ ২২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন হ্যাভিয়ের বারলেট, নাথান এলিস ও মারনেশ লাবুসেন।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি
