Connect with us
ক্রিকেট

মেলবোর্নের কাছে হেরে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিদায়

Bangladesh knocked out with a game in hand after loss to Melbourne
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- এনটি ক্রিকেট

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবশেষ আসরে প্রথমবার অংশ নিয়েই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবারও ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার আর ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে আগেভাগেই বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) টুর্নামেন্টের নিজেদের পঞ্চম ম্যাচে মেলবোর্ন স্টারসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশে ‘এ’ দল। এই ম্যাচে মেলবোর্নের কাছে ৩ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে সোহান-সাইফদের।

ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন স্টারস।



মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু পায় মেলবোর্ন। পাওয়ার প্লের প্রথম তিন ওভারেই ৩০ রান তুলে নেয় তারা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। থমাস রজার্সকে ১১ রানে ফেরান হাসান মাহমুদ। এরপর ৪৫ রানের মাথায় অধিনায়ক ক্যাম্পবেল কেল্লাওয়েকে (৮) ফেরান রাকিবুল হাসান।

পাওয়ার প্লেতে ২ উইকেট হারানোর পর লিয়াম ব্লাকফোর্ডকে নিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন স্যাম হার্পার। তবে দলীয় ৬২ রানেই একে একে ফিরে যান হার্পার (২৯) ও ব্ল্যাকফোর্ড (১২)। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে দলীয় ৮১ রানের মাথায় আরেকটি উইকেট হারায় দলটি।

শতরানের আগে ৫ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে মেলবোর্ন। এরপর এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন জনাথন মের্লো। ৩৮ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। এছাড়া একটি করে উইকেট নেন সাইফ হাসান, মুশফিক হাসান ও তুফায়েল আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট