
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাঁচা-মরার ম্যাচে আজ (বৃহস্পতিবার) মেলবোর্ন স্টারসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি পেয়েছে লাল -সবুজের দল।
ব্যাটারদের ব্যর্থতার দিনে সাইফ হাসান ও নুরুল হাসান সোহানের লড়াইয়ের পর, শেষদিকে ইয়াসির আলীর ঝোড়ো ক্যামিওতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ তুলতে সক্ষম হয়েছে টাইগার প্রতিনিধিরা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। যদিও রাত স্ট্রাইক রেট ছিল কম। ৩৫ বলে ২ চার ও ১ ছক্কার ইনিংসে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার স্ট্রাইক রেটও কম ছিল। ২৭ বলে ৪ চারের মারে এই রান করেন তিনি।
তবে শেষদিকে ইয়াসির রাব্বি টি-টোয়েন্টি সুলভ স্ট্রাইক রেটে ব্যাট করেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন এই ব্যাটার। তার স্ট্রাইক রেট ছিল ১৭০.৫৯। এছাড়া নাঈম শেখ ২১ বলে ১৯, জিশান আলম ১৩ বলে ১৩ রান করেন।
এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মারকুটে ওপেনার জিশান আজ কিছুটা ধীরগতির ইনিংস খেলে ডাউগ ওয়ারেনকে উইকেট দিয়ে ফেরেন। এরপর ৫০ রানের মাথায় হামিশ ম্যাককেনজির শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার নাঈম শেখ।
এরপর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা আফিফ হোসেনও সুবিধা করতে পারেননি। সবশেষ তিন ম্যাচে দুর্দান্ত খেলা এই ব্যাটার গোল্ডেন ডাকে ফিরেন। তার উইকেট নেন ম্যাককেনজি। পরবর্তীতে সাইফ ও সোহান মিলে ৪৮ বলে ৬৩ রান যোগ করেন। তবে তারা ফিরে গেলে আবারো থমকে যায় রানের গতি। কিন্তু ইয়াসির একাই পাল্টে দেন ম্যাচের চিত্র। তার ঝোড়ো ক্যামিওতে ভর করেই দেড়শো পেরোতে সক্ষম হয় লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি
