Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি

Sathira Jakir Jessi
প্রথমবারের মতো ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন জেসি। ছবি- সংগৃহীত

চলতি মাসের শেষদিকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়ে এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন তিনি।

নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে আজ (বুধবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চমক হিসেবে রাখা হয়েছে জেসির নামও। তবে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে না তাকে। সিরিজের একটি ম্যাচে তৃতীয় আম্পায়ার এবং দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ার অর্থাৎ টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি।



এরপর ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। এছাড়া মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম মাঠের আম্পায়ার এবং মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন।

সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। এই ম্যাচে ফের চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাথিরা জাকির জেসি। মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান ও  মাসুদুর রহমান মুকুল। আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ।

নারীদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন সাথিরা জাকির জেসি। নারী এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তারা। তাছাড়া প্রথমবারের মতো চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের গুরুদায়িত্ব সামাল দেবেন তিনি। তবে ছেলেদের ক্রিকেটে ঘরোয়া ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও আসন্ন এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গণে পা রাখতে যাচ্ছেন জেসি।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট